শহিদুল ইসলাম শহিদ (প্রতিনিধি) থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচিতে ঙাফাখুঁম যাওয়ার পথে রেমাক্রী খালে ডুবে পর্যটক নিখোজ হওয়া (২৬ কে পুলিশ,বিজিবি ও স্থানীয়রা দুইদিন উদ্বার প্রচেষ্টার পর নিখোজ পর্যটকের লাশ আজ ১৯ অক্টোবর উদ্বার করেছে ।
গত ১৭ অক্টোবর বুধবার সকালে রেমাক্রী বাজার থেকে ৬ পর্যটক ঙাফাঁখুম পর্যটন স্থানে ভ্রমনে লক্ষ্যে রেমাক্রী খালের উপর দিয়ে পাঁয়ে হেঁটে যাচ্ছিল ঔ সময় সাইগংওয়া ইয়ান নামকস্থানে রেমাক্রী খাল পারাপার করার সময়ের পা পিছলে পর্যটক আরিফুল হাসান খালে ডুবে নিখোজ হন এর দুইদিন পর উদ্বার হয় আরিফুল হাসানের লাশ,তার পিতা: হেদায়েত উল্ল্যা আরফুলকে নিতে আসা মামা মোহাম্মদ কামাল বলেন তার পিতা: রিটার্ড নেভি অফিসার এবং বলে সে চুয়েটের আর্কিটেক ই:য়ার, বাড়ি চাদপুর বসবাস করেন মিরপুর ঢাকা এলাকায় ।
থানচি থানা পর্যটক ফরম সুত্রে দেখা যায় যে গাইড লালপিয়াম বম গত মঙ্গলবার থানচি উপজেলা সদর থেকে ৬ পর্যটকে প্রশাসনের অনুমোদন নিয়ে রেমাক্রী বাজার পর্যন্ত নিয়ে আসেন, ঐ দিন সন্ধ্যা হলে রেমাক্রী বাজারে রাত্রী যাপন করছিল।
উদ্বার অভিযানে নেতৃত্ব দেওয়া থানচি থানার এস আই আকবর জানান আজ সাড়ে তিনটায় ডুবে যাওয়া স্থানের প্রায় ১০০গজের মধ্যে পানিতে ডুবে যাওয়া আরিফুল হাসানের মৃতদেহ উদ্বার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.