আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে সাতকানিয়ার এক যুবক নিহত

সাতকানিয়া প্রতিনিধি:

দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সাদাকত উল্লাহ চৌধুরী (২৮)। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীন পাড়া এলাকার মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে। গত শনিবার রাতে মোজাম্বিকের নিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলা ডিস্ট্রিক এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় ও মোজাম্বিকে বাসবাসরত প্রবাসী সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) মধ্য রাতে মোজাম্বিকের নিয়াসা প্রভিন্সিয়ার মেকাইয়েলায় তার দোকানে ডাকাত দল হানা দেয়। তারা দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে ছদাকতকে কুপিয়ে গুলি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। নিহতের ভাই করিম উল্লাহ চৌধুরী জানান, শনিবার রাতের কোনো এক সময় ডাকাত দল তার দোকানে হানা দেয়। তখন ছদাকত ডাকাতরা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে দরজায় বিদ্যুতের সংযোগ লাগিয়ে রাখে। এ সময় ৩০ কিলোমিটার দূরে তার এক বন্ধুকে জানাই তার দোকানে ডাকাত এসেছে। ডাকাতরা দোকানের দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে আমার ভাইকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, কয়েক মাস আগে তাঁর দোকান ডাকাতি হয়েছিলো। তখন ছদাকত বিষয়টি সংবাদ সম্মেলন করে ওখানকার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করলে ডাকাতরা তার উপর ক্ষীপ্ত হয় বলে মনে হচ্ছে। ৭ বছর আগে আফ্রিকার দেশ মোজাম্বিকে যায় ছদাকত। সেখানে সবজি বীজের দোকান করে আসছে। সামনে ঈদের পরে দেশে এসে বিয়ে করার কথা ছিল। গতকাল সকালে বাড়িতে তার মৃত্যুর খবর আসলে সবাই কান্নায় ভেঙে পড়েন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ