বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, মুহররম মাস মর্সিয়া আর আহাজারীর মাস নয়। এটা আহলে বাইতে রাসুলের (স:) রক্তঝরা আদর্শের জন্য সর্বাত্মক কুরবানী দিতে উজ্জীবিত হবার মাস। তিনি বলেন, এ মাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী আশুরার দিন। হযরত ইব্রাহীম (আ:) স্বীয় পুত্রকে কুরবানী দিয়ে আধ্যাত্মিক নেতৃত্বের যে উত্তরাধিকারী রচনা করে গেছেন ইমাম হোসাইন (রা:) সে আদর্শকে স্ব পরিবারে শাহাদাতের মাধ্যমে জীবন্ত করে দিয়েছেন।
মাওলানা নূরী আজ কালুরঘাট ইকরা ইসলামী পাঠাগার আয়োজিত শোহাদায়ে কারবালার এক বিরাট মাহফিলে প্রধঅন অতিথির বক্তব্যে একথা বলেন। পাঠাগার সভাপতি আলহাজ্ব পয়সাল বিন মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারী নুর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে তিনি আরো বলেন, ইমাম হোসাইন (রা:) জীবন মৃত্যুর সন্ধিক্ষনে জালিম রাষ্ট্রশক্তির কাছে আত্মসমর্পন করেননি। তাঁর এই আদর্শ পৃথিবীর সকল স্বৈরাশামকদের বিরুদ্ধে মুমিনদের ঈমানী উত্তাপ নবায়নে সাহায্য করবে এবং ইস্পাত কঠিন পাথরের ন্যায় প্রতিবাদী হতে প্রেরণা যোগাবে। প্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, আহলে বাইতে রাসুলের প্রকৃত প্রেমিকদেরকে আশুরার শিক্ষায় উজ্জীবিত হয়ে যে কোন প্রতিকুল পরিস্থিতির মোকাবিলায় সত্য ও ন্যায়ের উপর অবিচল থেকে রাসুলের (স:) আদর্শ প্রতিষ্ঠার সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত থাকার জন্য আহবান জানান। মাহফিলে আরো বক্তব্য রাখেণ শাহসূফী মাওলানা হারুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, ডা: ফারুকে আজম, খতিব মাওলানা ফারুক সিদ্দিকীও মাওলানা হাফেজ আবদুল মান্নান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.