কক্সবাজার ব্যুরো : বিশিষ্ট ইতিহাসবিদ, শিক্ষাবিদ, কক্সবাজার জেলার ইতিহাস গ্রন্থের রচয়িতা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবী (৫৪ বছর বয়সে) হৃৎরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল দশটায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবী কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ফকির মোহাম্মদের জ্যেষ্ঠ সন্তান। অধ্যক্ষ ইউনুচ কুতুবী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। তিনি চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। নিজ জেলা কক্সবাজারের ইতিহাস-ঐতিহ্য-লোকসাহিত্যসহ সমুদ্রনগরীর ইতিহাস নিয়ে ‘কক্সবাজার জেলার ইতিহাস’ নামক গ্রন্থ রচনা ও ‘চট্টগ্রামের কালপঞ্জি’ নামক ইতিহাস গ্রন্থের সম্পাদনা করেন। অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ কুতুবীর অকাল মৃত্যুতে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন, সহসভাপতি মোহাম্মদ আবদুর রহিম, মো. হাবিব উল্লাহ, দুলাল কান্তি বড়–য়া, ড. সবুজ বড়–য়া শুভ, এ কে এম আবু ইউসুফ, এ বি এম ফয়েজউল্লাহ, অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, ডা. ম আ আ মুক্তাদির, উদয়ন বড়ুয়া ঝন্টু, সৌমেন বড়–য়া, অমর কান্তি দত্ত, সাফাত বিন সানাউল্লাহ, মোহাম্মদ ইমাদ উদ্দিন, দেলোয়ার হোসেন মানিক, এস এম ওসমান, মোহাম্মদ আবদুল হালিম, নাজমুল হক শামীম, মো. ওসমান গণি প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলার ধুরুং ইউনিয়নে অধ্যক্ষ ইউনুচ কুতুবীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.