
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম অমর একুশে বইমেলায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার বিভাগীয় কর্মকর্তা বিশিষ্টপ্রিয় লেখক ও কবি নজরুল বাঙ্গালির তিনটা বই, হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার ভাগ্যাকাশে অগ্নিকন্যা শেখ হাসিনা, স্মৃতিতে অম্লান শেখ রাসেল এর মোড়ক উন্মোচন করা হয়।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মানবপাচার দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহ আলম নিপু, সহ-সভাপতি রেহেনা চৌধুরী, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, কবি কবি জেবুন্নেছা জেবু, কবি বিবি ফাতেমা, বিমান বাহিনী কবি জুলি আকতার, কবি তনুশ্রী, কবি জেবুন্নেছা সুইটি, কবি ইসরাত জাহান তনুকা, কবি খালেছা খানম, জাগ্রতের সদস্য জাহাঙ্গীর আলম, কবি রুহুল আমীন, শামীম রাফি, মোহাম্মদ ইলিয়াছ, কবি ফারুক জাহাঙ্গীর,ঝর্ণা বড়ুয়া এবং মেলা কমিটি কার্যালয়ের সম্মানিত নেতৃবৃন্দ সহ প্রমুখ।