সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কেডিএস লজিস্টিকস ডিপোতে কাভার্ডভ্যান চাপায় মোহাম্মদ হোসেন মুন্না (৩৪) নামে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গত বুধবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই । মামলায় ডিপোর ব্যবস্থাপকসহ চারজনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- ডিপোর ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন (৩৫), পরিবহন শাখার কর্মকর্তা আবদুর রহমান (৩৫) ও সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ আফছার (৩৫) ও কাভার্ডভ্যান চালক রবিউল হোসেন (৩০)।
নিহত হোসেন মুন্না চাঁদপুর জেলার সদর থানার বাবুরহাট এলাকার হান্নান মিয়াজীর ছেলে।
মামলা সূত্রে জানা যায় , ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে রপ্তানিপণ্য নিয়ে গত সোমবার বিকেলে সীতাকুণ্ডের কেডিএস কন্টেইনার ডিপোতে যান কাভার্ডভ্যান মালিক মোহাম্মদ হোসাইন। তাঁর মালিকানাধীন গাড়িতে চালক ছিলেন রবিউল হোসেন। সন্ধ্যায় ডিপো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে মালামাল নামানোর কাজ শুরু হয়। ডিপোর সিগন্যালম্যান, অপারেটর ও স্টাফদের নির্দেশনা অনুযায়ী কাজ করেন কাভার্ডভ্যান চালক রবিউল। ডিপো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে কাভার্ডভ্যানের চাপায় পড়ে মোহাম্মদ হোসাইন গুরুতর আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে ডিপো কর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করেননি। ডিপো কতৃপক্ষ আহত হোসাইনকে কাভার্ডভ্যানে করে চালককে দিয়ে কনটেইনার ডিপো থেকে বের করে দেয়। পরে চালক তাঁকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
এই বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.