এম. ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড প্রতিনিধি : জাতীয় দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বুধবার বাদ মাগরীব সীতাকুণ্ড মডার্ণ ক্যাফেটেরিয়ার হলরূমে ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুন্ড রিপোর্টার্স ক্লাব সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন এর সঞ্চালনায় ভোরের কাগজ পাঠক ফোরাম সীতাকুণ্ড উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
তিনি বলেন, ৯০ এর দশকে সীতাকুণ্ডসহ সমগ্র বাংলাদেশে ভোরের কাগজ শীর্ষ পত্রিকায় অবস্হান ছিল। সে হৃত গৌরব আবারও পূর্ণোদ্দমে ফিরে আসুক সাবের হোসেন চৌধুরী এমপি ও শ্যামল দত্তের হাত ধরে। উপস্থিত শতাধিক বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ভোরের কাগজ শুরু থেকে এখনোবধি মুক্তিযুদ্ধকে লালন ও ধারন করে। সুতরাং সকলকেই ভোরের কাগজ কিনতে হবে পড়তে হবে এবং স্বাধীনতাকে জানতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড বার আওলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর, সীতাকুণ্ড মডেল থানার এসআই মোকাব্বির হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, প্রাক্তন কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইমুন উদ্দীন মামুন, মডার্ণ হসপিটালের এমডি খালেদ মোশারফ, ভোরের কাগজ পাঠক ফোরামের নির্বাহী সভাপতি নাজনীন আক্তার পান্না, বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি শামিমা আক্তার লাভলী।
এসময় উপস্হিত ছিলেন সার্জেন্ট (অব:) মজিবুর রহমান, সৌরভ চৌধুরী, মো. হারুন, চল্চ্চিত্র ও টেলিফিল্ম অভিনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ছাদেক মস্তান (রা:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ইন্জি. কামরুদ্দোজা, শাহ সুলতান শামীম, আনিছুর রহমান, কেএম সালাহউদ্দিন, সাংবাদিক রেজাউল হোসেন পলাশ, সাংবাদিক ইমাম হোসেন ইমন, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, সাজ্জাদ হোসেন, সাংবাদিক আব্দুল মামুন, নূর মোহাম্মদ, পৌর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, কামরুন্নাহার নীলু, সুজিত পাল, সীযুপ্রফার সভাপতি জাকির হোসেন, রিয়াজ, জুবায়ের, জাহাঙ্গীর, আশরাফ, আজাদ, আলমগীর,বাদশা, ইকবাল হোসেন, শাহ আলম, ইসমাইল হোসেন, দুলালসহ বিভিন্ন শ্রেনি পেশার শতাধিক ভোরের কাগজ পাঠক।
আলোচনা সভা শেষে ' শুভ শুভ শুভদিন - ভোরের কাগজের জম্মদিন' মুর্হুমুর্হু শ্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্হল। ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া কেক কেটে ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করলে শতাধিক উপস্হিতি মানুষ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কেক মিস্টি সন্দেষ খেয়ে ভোরের কাগজের ৩২ বছর পদার্পনকে স্বাগত জানায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.