দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের একান্ত সচিব হিসেবে যোগদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বান্দরবান জেলায় দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মুফিদুল আলম। তিনি ১৭ অক্টোবর বুধবার সকালে মেয়রের একান্ত সচিব হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যোগ দিয়েছেন। মুফিদুল আলম ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত প্রথম শ্রেণির একজন কর্মকর্তা। তিনি বর্তমানে সরকারের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত আছেন। ১৭ অক্টোবর জন প্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন নিয়োগ শাখা থেকে মুফিদুল আলমকে বদলি পূর্বক চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রের একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.