ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের (আইএইচএফ) ২০২১-২০২২ অর্থবছরের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় গত অর্থবছরে প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএইচএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন।
স্বাগত বক্তব্যে সংস্থার ভাইস-চেয়ারম্যান মিস বশিরা হারুন বলেন, “এই সংস্থায় কাজ করা এবং গোড়া থেকে এর বৃদ্ধি দেখতে পারা আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দূর এগিয়েছি এবং নিজের চোখের সামনে নিজেদের প্রতিষ্ঠানের কাজের প্রভাব দেখার এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মত নয়। আমি সকল সংস্থাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের এই পথ চলায় আমাদের সাথে থাকার জন্য। আমাদের সফলতার পেছনে সহযোগী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম।”
এদিকে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আইএইচএফের পাশে থাকার জন্য কয়েকটি সহযোগী সংগঠনের হাতে প্রশংসা সনদ তুলে দেওয়া হয়। এই সভায় আইএইচএফের পূর্ববর্তী অর্থবছরের কার্যক্রম এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.