সাতকানিয়া সংবাদদাতা: বৃক্ষরোপন করে প্রিয় আমিলাইশকে বাসযোগ্য ভূমি হিসেবে আমরা গড়ে তুলবো। ইতোমধ্যেই আমরা বিভিন্ন স্থানে ফলজ-বনজ-ঔষধী গাছের চারা রোপন করেছি। এটাকে আমরা ইবাদাতের অংশ হিসেবে গ্রহণ করেছি। এই বর্ষার মৌসুমে আমরা বেশি বেশি গাছ লাগাবো। আমিলাইশ শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠানের প্রধান অতিথি মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন একথা বলেন। তিনি আরও বলেন গোটা পৃথিবীটাকে ভারসাম্যপূর্ণ রাখতে গাছ একটি বড় নিয়ামক। এই সমাজটাকে ভালো রাখতে গাছের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। গাছ আমাদের প্রিয় বন্ধু, কারণ আমরা কার্বনডাই অক্সাইড ত্যাগ করি যা গাছ শোসন করে এবং গাছ থেকে অক্সিজেন আমরা গ্রহণ করি যা গাছ ত্যাগ করে। এজন্য গাছের প্রতি হৃদয়বান থাকা আমাদের দায়িত্ব। আমরা প্রত্যেককে গাছ রোপনের জন্য উৎসাহিত করছি। এই কুরবানীর ঈদে যারা নিজ নিজ গ্রামে বা অবস্থান করছেন সেখানেও আপনারা গাছ লাগাবেন এই প্রত্যাশা করছি।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
আরিফুল ইসলাম, তানজিল ইসলাম, মোঃতোফিক, মোঃআদিল হোসাইন, মোঃআবিদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.