থানচি বান্দরবান সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। গৌরব ঐতিহ্য সাফল্যের মূলমন্ত্রকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয় ও র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়, আলোচনা সভা শেষে কেক কেটে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে পালন করে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংঘটন।
সাবেক ছাত্রলীগ সভাপতি জর্জ কলিন্সের পরিচালনায় উপজেলা অনুষ্ঠিত প্রতিষ্ঠা বাষির্কীতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ,উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি ওবামং মারমা মোঃ মহসিন,যুগ্ন সাধারণ সম্পাদক ও রেমাক্রী ইউপির সফল চেয়ারম্যান মুইশৈথুই মারমা রণি, সাংঘঠনিক সম্পাদক সিমন ত্রিপুরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ডেনিস ত্রিপুরা, সাধারণ সম্পাদক থং খুমীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী সভায় দলের শুরু থেকে ৭৩ বছর পর্যন্ত বিভিন্ন সংগ্রাম সফলতার কথা তুলে ধরেন আলোচকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.