স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ র্যালি ও আলোচনা সভা করেছে। শনিবার ২৫ জুন, বিকেলে দোস্ত বিল্ডিং মোড়ে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কোতোয়ালি থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সভায় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু, পৌর জহর মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাস, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ওসমান গণি, বাংলাদেশ অটোরিকশা সিএনজি অটোরিক শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি বাবু স্বপন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা আবু আহাম্মদ, পৌর জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি আশীষ চৌধুরী, চট্টগ্রাম জেলা জাতীয় সড়ক পরিবহন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এয়ার মোহাম্মদ খোকন, চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার শ্রমিক লীগের সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, বায়োজিদ বোস্তামী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক করম আলী, বাকলিয়া থানা হকার্স লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম কমান্ডার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের উপদেষ্টা জামাল উদ্দিন ও মোহাম্মদ সায়েম, বাংলাদেশ ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক আবু হানিফ জনি, বাংলাদেশ নির্মাণ শ্রমিকলীগ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জাবেদুল আলম জাবেদ, সাগরিকা শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউসুফ মোল্লা, চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুহুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের নেতা রুবেল দে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা ইকবাল হোসেন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সোহাগ, প্রচার সম্পাদক মোহাম্মদ সবুজ, যুব উন্নয়ন অধিদপ্তরের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ করিম, নগর শ্রমিকলীগের নেতা হুমায়ূন কবির, আব্দুল হালিম আদু, সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী প্রমূখ। সকল জলপনা-কল্পনা ও ষড়যন্ত্র মোকাবেলা করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.