নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে আগামীকাল মঙ্গলবার চারদিনের সফরে সৌদি আরব যাচ্ছেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাছির। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর। সফরকালে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতা সমঝোতা সই হবে বলে আশা করা হচ্ছে।
আজ ১৬ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরঙ্গীরা সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন। ১৭ অক্টোবর রিয়াদে সৌদি আরবের বাদশার সঙ্গে বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য সফল সঙ্গীর সাথে মো. নাছির জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট অফিস ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেদিন প্রধানমন্ত্রী সাথে মো. নাছিরও মহানবী ( স.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন। তারপর তিনি মদিনা থেকে মক্কা যাবেন ও পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ১৯ অক্টোবর জেদ্দা থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন।