সাতকানিয়া সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কতৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপি।
প্রধান বক্তা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী সঞ্চালনায় তৃণমুল প্রতিনিধি সভায় সাক্ষাৎকার দিচ্ছেন আধুনিক নলুয়ার স্বপ্নদৃষ্টা দক্ষিণ জেলা তাতীঁ লীগের যুগ্ম আহবায়ক ও নৌকা প্রতীক পদে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব লিয়াকত আলী।
লিয়াকত আলী বলেন আমি ৩ নং নলুয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে, অবহেলিত নলুয়ার জনগোষ্ঠীর জন্য বেন গার্ড হিসেবে সুঃখে দুঃখে পাশে থেকে কাজ করতে চাই। আমার ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে বিভিন্ন স্কুল মসজিদ রাস্তাঘাটে খেলার মাঠ ও মন্দির সহ সামাজিক কাজে ইতিমধ্যে নিজ অর্থয়ানে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। আগামীতেও এই ধারাবাহিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে লিয়াকত আলী সমাজের সর্বস্তরের মানুষের ভালোবাসা দোয়া প্রত্যাশা কামনা ব্যক্ত করেন এবং তাদের সেবায় নিজেকে আরও গতিশীল করতে নৌকা প্রতীকের প্রত্যাশা করেন।
তৃনমুল কর্মী সভায় আরো উপস্থিতি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, জেলার সদস্য ও সাংবাদিক আবু সুফিয়ান, হাজী দেলোয়ার হোসেনসহ দক্ষিণ জেলা ও সাতকানিয়া উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি, উপজোলার ১৬ টি ইউনিয়ন থেকে আসা মনোনয়ন প্রত্যাশী শতাধিক চেয়ারম্যান পদপ্রার্থী ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক ও প্রতিনিধি কর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.