সাতকানিয়া সংবাদদাতা: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনে (৩ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে আমিলাইষ ব্যাংক মাঠে এক উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আমিলাইষ ইউপি চেয়ারম্যান এইচ এম হানিফের সভাপতিত্বে ম্যাচের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আমিলাইষের কৃতিসন্তান আলহাজ্ব মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইলিয়াছ সওদাগর, মো.ইসমাইল, মোস্তাফিজুর রহমান, মো. আরাফাত হোসেন প্রমুখ। উক্ত খেলায় উদ্বোধনী ম্যাচে ৫ নং ওয়ার্ডকে ট্রাইবেকারে ২ নং ওয়ার্ড ১-০ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.