প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২১, ৬:০৭ অপরাহ্ণ
বাবুনগরীর হাটহাজারীতে জানাজা শেষে ফটিকছড়িতেই দাফন

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হলেও দাফন করা হবে ফটিকছড়ির নিজ বাড়ির কবরস্থানেই। রাতে জানাজার আগেই এ ঘোষণা দিয়েছেন হেফাজতের সদ্য ভারপ্রাপ্ত আমির ও জুনায়েদ বাবুনগরীর মামা মহিবুল্লাহ বাবুনগরী। তিনি রাত ১১টা ২০ মিনিটে নামাজে জানাযার ইমামতি করেন।
বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে হেফাজতের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ সাম্প্রতিক দেশচিন্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যদিও এর আগে প্রথমে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজার কথা হয়। পরে আবার ঘোষণা আসে রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হবে।
এরআগে বিকেলে মহিবুল্লাহ বাবুনগরী সাংবাদিকদের বলেন, ‘আমাকে জুনায়েদ বাবুনগরী তিন তিনবার অসিয়ত করে গেছেন। তাকে যেন মা-বাবার কবরের পাশে শায়িত করা হয় এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কোন সরকরি খাস জমিতে তাকে দাফন করতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে সিএসসিআর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
সিএসসিআর হাসপাতালের সিইও ডা. সালাউদ্দীন মাহমুদ নিশ্চিত করে বলেছেন, গুরুতর অসুস্থ হেফাজত আমিরকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা দেখে নিশ্চিত করেন তিনি মারা গেছেন।
৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.