প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে অর্ধশতাধিক গ্রামে পালিত হচ্ছে আজ পবিত্র ঈদুল আযহা

মো. ইকবাল হোসেন:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম জেলার প্রায় ৬০টি গ্রামে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে ঈদের নামাজ শেষে এসব গ্রামে পশু কোরবানি করেছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রতিবছরের নিয়মে এবার ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়ে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একদিন আগেই ঈদ উৎসব পালন করেন।
সৌদি আরবে হজ পালনের পরের দিন এই দরবারের অনুসারীরা বিগত আড়াইশত বছরের অধিক সময় ধরে ঈদুল আজহা উদযাপন করে আসছেন। জেলার চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাস পাড়া, সৈয়দাবাদ, দক্ষণি কাঞ্চননগর, খুনিয়ার পাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাশঁখালীর জলদি, কালিপুর, গুনাগুররী, গন্ডামারার মিঞ্জিরিতলা, ছনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালীর চরনদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বড়হাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আধুনগর।
এছাড়া ও সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মৈশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডেঙ্গা, পুরানগড়, মলেয়াবাদ গ্রামসহ জেলার সীতাকুণ্ড, সন্দীপ, মীরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলী কদম এলাকায় সকালে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এবং পশু জবাই করে কোরবানী দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.