সাতকানিয়া সংবাদদাতা:
চট্টগ্রাম সাতকানিয়া পৌর এলাকার ৩নং সতিপাড়া ওর্য়াডটি জনবহুল ও ঘনবসতীপূর্ণ এলাকা। প্রতি বছর বর্ষার পানিতে অত্র এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাড়ির অলি-গলি সমূহ বর্ষার পানিতে ডুবে যায়। যার ফলে এলাকাবাসী চরম দূর্ভোগের সম্মুখীন হয়।সম্প্রতি উদগ্রীবের সাথে লক্ষ্য করা যায় উক্ত এলাকার ড্রেনগুলো ময়লা-আবর্জনায় র্পূণ হয়ে আছে যা বর্ষাকালে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করবে আর এলাকার জনগনকে চরম দুর্ভোগে ফেলবে। অত্র এলাকার জনগনের চরম দুর্ভোগের কথা চিন্তা করে ২৩ মে ২০২১ ইং সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের কে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলো ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন বাপ্পী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটিয়া উপজেলার সাবেক যুগ্ন-আহবায়ক আবুল মকসুদ তারেক রহমান একটি স্মারকলিপি প্রদান করে যাতে উক্ত এলাকার ড্রেনগুলোর ময়লা-আবর্জনা অতিদ্রুত বৃষ্টি শুরুর আগে পরিস্কার করে। আনন্দের বিষয় হল সাতকানিয়া পৌর এলাকার মেয়র মোহাম্মদ জোবায়ের স্মারকলিপি পাওয়ার পরপর সংশ্লিষ্ট ব্যাক্তিদের কে ড্রেনগুলোর ময়লা-আবর্জনা অতিদ্রুত পরিস্কার করার নির্দেশ দেয় এবং ড্রেনগুলোর ময়লা-আবর্জনা পরিস্কার করার উদ্যোগ নেন। পৌরসভা মেয়রের এই উদ্যোগের ফলে ড্রেনগুলোর ময়লা-আবর্জনা পরিস্কার করা হয় এবং বর্ষাকালীন বৃষ্টির পানি চলাচলের সুন্দর ব্যবস্থা করে দেন। যার ফলে বর্ষাকালে উক্ত এলাকাজুড়ে বর্ষার পানি জমেনা বললেই চলে। পৌর এলাকার ৩নং সতিপাড়া ওয়ার্ড সহ পৌর এলাকার বিভিন্ন জায়গার ড্রেনগুলোর ময়লা-আবর্জনা অতিদ্রুত পরিস্কার করায় সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের কে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রাজনৈতিক ফেলোদ্বয় এবং এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.