দেশচিন্তা ডেস্ক:
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও তার ভাই চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুত বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় সাতকানিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় সাতকানিয়া আওয়ামী লীগ নেতা ফখরুদ্দীন ও চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা ও আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে আসামি করা হয়েছে। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের সোমবার দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। পুলিশ সূত্রে জানা গেছে , চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার ভাই ডা. বিদ্যুত বড়ুয়ার বিরুদ্ধে চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোমবার রাতে দুটি পোস্ট দেন। এর একটিতে ফখরুদ্দীন নামে ওই ব্যক্তি বিপ্লব বড়ুয়াকে জড়িয়ে আপত্তিকর একটি কমেন্ট করেন। যদিও ফখরুদ্দীন পরক্ষণে তা মুছে দেন।
এ ঘটনায় ফখরুদ্দীন ও সাজ্জাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। ফখরুদ্দীন নামে ওই ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি পৌরসভা নির্বাচনের আগে আদালতের কয়েকটি পরোয়ানা থাকায় পুলিশ গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের মামলাটি দায়ের করেন। মামলায় ফখরুদ্দীনকে এক নম্বর আসামি ও সাজাদ্দকে দুই নম্বর আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’ মামলার এক নম্বর আসামি ফখরুদ্দীন সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তিনি আওয়ামী লীগের রাজনীতে সঙ্গে সম্পৃক্ত বলে ওসি গণমাধ্যমকে জানিয়েছেন। অন্যদিকে ফেসবুক পোস্টকারী সাজ্জাদ হোসেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্প্রতি তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য হিসেবে মনোনীত হন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.