
নির্যাতিতদের পক্ষে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এইচ আর ডি নেটওয়ার্ক ও অধিকার চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ২৬ জুন সন্ধ্যায় নগরীর চাঁদগাও একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মানবাধিকার কর্মী কমল বড়ুয়া বিজয় এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী ওচমান জাহাঙ্গীর, সাংবাদিক কে এম আবুল কাসেম বাহাদুর, সংগঠক আবদুল মালেক মানিক,মুসলিম উদ্দিন ইমন, মীর বরকত হোসেন ও অধিকারকর্মী আবদুল্লাহ মজুমদার প্রমুখ।
অধিকার চট্টগ্রামের ফোকাল পার্সন ওচমান মো. জাহাঙ্গীর স্বাগত বক্তব্যে বলেন , পুলিশ হেফাজতে নিবারন ২০১৩ আইনটি বাস্তবায়ন না হওয়ায় আইন শৃংখলা বাহিনী তাদের দায়মুক্তি নিয়ে অপরাধ করে যাচ্ছে। সভায় বক্তারা বলেন, যারা দেশে দেশে নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের প্রতি দুনিয়াব্যাপী সংহতি জানাবার দিবস আজ। নির্যাতিতের প্রতি আন্তর্জাতিকভাবে সংহতি জানাবার এই দিনে আমরাও পৃথিবীর যে কোন দেশে যারা অত্যাচার নির্যাতনসহ নানান নিষ্ঠুর ও অমানবিক আচরণ ও সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সংহতি জানাচ্ছি। অধিকার জনগণকে মানবাধিকার বিষয়ে সচেতন করার পাশাপাশি নির্যাতন বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধ করার কাজে নিয়োজিত রয়েছে। সভা থেকে নির্যাতন বন্ধে নিম্নলিখিত কয়েকটি সুপারিশ পেশ করা হয়।
সুপারিশগুলোর মধ্যে ১. বাংলাদেশের সংবিধান এবং নির্যাতন বিরোধী আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে জাতিসংঘের বাধ্যবাধকতা অনুসরণ করতে হবে। ২. অবিলম্বে নির্যাতন বিরোধী আইনের বাস্তবায়নসহ নির্যাতন ও হেফাজতে মৃত্যু বন্ধ করতে হবে। ৩. নির্যাতনকারী নির্যাতন করেও দায়মুক্ত থাকে। দীর্ঘদিন ধরে বহাল এই দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। ৪. মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং নির্যাতন বন্ধে অবিলম্বে একটি স্বাধীন ও পৃথক তদন্তকারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। ৫. আইন প্রয়োগহারী সংস্থার হেফাজতে নির্যাতন বন্ধ করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৬. নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মানবাধিকার রক্ষাকর্মীদের কোনভাবেই বাঁধা দেয়া চলবে না। সংবাদ বিজ্ঞপ্তি।















