সাতকানিয়া সংবাদদাতা
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া সদর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহতের নাম মো. রকি (৩৫)। তিনি চকরিয়া হারবাং এলাকার আহমদ শফির ছেলে। তিনি পেশায় ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রকি সাতকানিয়া সদর ইউনিয়নের মো. মনজুর আলম নামে এক ফার্নিচার ব্যবসায়ীর দোকানে কাজ করতো। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। শুক্রবার সকালে হাসপাতালের ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, কাহারা এ ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করছি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.