প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৬:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ১০:৪৮ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা
মঙ্গলবার (২২ জুন) উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের তেমুহানী এলাকার মেসার্স নিজাম উদ্দিন এলপিজি পেট্টোল পাম্পের সামনে থেকে ১৭ হাজার ইয়াবাসহ তাদের আটক করে থানা পু্লিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, পটিয়ার হাইদগাওঁ এলাকার বাবুল চৌধুরীর ছেলে মোহাম্মদ (২৯), টেকনাফ থানার পুরাতন পল্লান পাড়া এলাকার মনির আহমদের ছেলে মোঃ নুরুল কবির (২৪), টেকনাফের আলিয়াবাদ এলাকার মৃত ফোরকানের স্ত্রী দিলুয়ারা বেগম (৩৫)।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, অভিনব কৌশলে গাড়ির চেসিস কেটে তৈরী করা চ্যানেলে লুকিয়ে পাচারকালে তাদের আটক করে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এএসআই মো. মারুফ সিকদারের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ মৌলভীর দোকান এলাকায় একটি মালবাহী পিকআপে তল্লাশি চালিয়ে স্টিয়ারিংয়ের ভেতর বিশেষ কৌশলে নেয়া ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত আবুল কালাম আজাদ প্রকাশ জিসান নামের একজনকে গ্রেপ্তার ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জিসান কুমিল্লা চৌদ্দগ্রামের মুন্সির হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংরাই এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.