প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় ২৬ লিটার চোলাইমদসহ ৭ জন গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার (২১ জুন) রাতে পরোয়ানাভুক্ত আসামি সহ ৭ জনকে গ্রেপ্তার করে। এসময় পৃথক এক অভিযানে ২৬ লিটার চোলাইমদসহ একজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, খাগরিয়া রসুলপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে নুরুল আবছার, চর খাগরিয়ার মৃত মুন্সি মিয়ার ছেলে আবদুর রাজ্জাক, পশ্চিম নলুয়ার মৃত নাজু মিয়ার ছেলে নজির আহমদ, পৌরসভার ২ নং ওয়ার্ড সামিয়ার পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে মিজানুর রহমান, খাগরিয়ার মৈশামুড়া এলাকার মো. ছালামের ছেলে কলিম উদ্দিন,নোয়াখালীর কবিরহাটের পূর্ব ফতেহপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. শাকিব এবং একই এলাকার আবুল বশরের ছেলে মো. পাবেল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামিদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.