বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তার নাম নুরুল হক (৫০)। গত শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকার নিজ খামার বাড়ী থেকে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাকে নিয়ে যায়। নুরুল হক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকার বাসিন্দা, সে কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাস, মুরগী ও মাছের প্রজেক্ট করছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে অস্ত্রধারী ৫ জন সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়ীতে এসে নুরুল হকসহ দুজন কর্মচারীকে নিয়ে যায়, পরে কিছুদুর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে ব্যবসায়ী নুরুল হককে নিয়ে যায়।
এই বিষয়ে নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন বলেন, গতকাল রাত সাড়ে ৮ টা ৯ টার দিকে ৫ জন সন্ত্রাসী দুজন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেধে নিয়ে যায় পরে কিছুদুর গিয়ে কর্মচারী দুজনকে বাঁধা অবস্থায় ফেলে আমার ভাইকে নিয়ে চলে যায়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে বা তারা কারা, সে বিষয়ে কিছু জানি না। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরনের সংবাদ শুনেছি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.