দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২০১৫ থেকে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চট্টগ্রাম বন্দর কলেজের ২২ জন ছাত্র ও চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ১ জন ছাত্রীকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে এক অনুষ্ঠান আজ ১৪ অক্টোবর বিকাল ৩.৩০ টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও চবক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চবক সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. শফিউল বারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অধ্যক্ষ কাশানা আক্তার খানম। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ ও চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের প্রভাষক তানিয়া রহমান। এতে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা ও কর্মচারী, দুই কলেজের শিক্ষকম-লী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ বলেন, এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলে যারা এ+ পেয়েছে আজ তাদেরকে সংবর্ধনা দেয়া হচ্ছে এবং অ্যাওয়ার্ড প্রদান হচ্ছে। যা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। তাদের আগামী জীবনের সফলতা ও উন্নতি এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের আকর্ষণীয় ফলাফল কামনা করছি। বিশেষ অতিথি চবক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, মেধাবীদের উৎসাহ দিলে মেধাবী তৈরি হয়। আজ মেধাবীদের উৎসাহিত করার আয়োজন। এ আয়োজন আরো মেধাবী ও সৃজনশীল প্রতিভা তৈরিতে অবদান রাখবে বলে আমি আশা করি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.