সাতকানিয়া সংবাদদাতা
উপজেলার চরতি ইউনিয়নের বাশঁখালী সীমান্ত এলাকার পাহাড়ের সুঁইপুরা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সৈয়দুল হক। তিনি কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মে) সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে প্রশাসনকে ফোন দিলে তার মরদেহ উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশ।
চরতি ইউনিয়নের চেয়ারম্যান ডা.রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুল হক বাবুল নামে এক বাগান মালিকের শ্রমিক হিসেবে ওই রোহিঙ্গা যুবক কাজ করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, রোহিঙ্গা যুবকের মরদেহটি উদ্ধার করেছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.