প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২১, ১:৩৮ অপরাহ্ণ
কাঞ্চনার হত্যা মামলার পলাতক আসামি খলিল গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা
শুক্রবার (২১ মে) সন্ধ্যায় গোপন তথ্য পেয়ে
সাতকানিয়ার খাগরিয়া, কেরানীহাট, চন্দনাইশে অভিযান চালানোর পর পটিয়ার শান্তির হাট থেকে তাকে গ্রেপ্তার করে থানার পরিদর্শক (তদন্ত) সুজন দে, এসআই সাইফুল ইসলাম ও এএসআই জিহাদ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন,শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এরপর তাকে রিমান্ডে আনার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মে পূর্ব শত্রুতা ও ত্রাণের তালিকায় নাম না থাকার জের ধরে কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইসহাকের ছেলে মো. জসিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান গ্রেপ্তার খলিল ও তার সহযোগীরা। এরপর ৪ মে চিকিৎসাধধীন অবস্থায় জসিম মারা যায়।
এঘটনায় বাদি হয়ে জসিমের বাবা ইউপি সদস্য মো. ইসহাক ৩ মে রাতে করা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে মামলা নেয় পুলিশ। মামলায় খলিলসহ আসামি করা হয় আরও ৯ জনকে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.