থানচি প্রতিনিধি
উপজেলার দুর্ঘম ইউনিয়ন রেমাক্রীর বড় মদক এলাকায় বাংলাদেশ মায়ানমার সিমান্ত এলাকা গ্রাম গুলোতে দেখা দিয়েছে ডায়রিয়া রোগের প্রকোপ যা চিকিৎসা স্বাস্থ্য মতে বিশুদ্ধ পানির অভাব আর তীব্র গরমের কারনে এই রোগ ছড়ায় বলে জানা যায়।
জানা যায়, রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিমান্ত এলাকয় অবস্থিত পাতোয়া পাড়া,অংগী খুমী পাড়া এবং নারিচা মুরুং পাড়ায় ডায়রিয়া প্রকোপ তীব্র আকার ধারণ করেছে উপরোক্ত পাড়ায় ৪৫জন আক্রান্ত হয় আক্রান্তদের মধ্যে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে তবে আক্রান্ত এলাকা উপজেলা সদর থেকে প্রায় ৯০কিলোমিটার নদীপথের দুরুত্ব মোবাইল নেটওয়াক সংযোগ না থাকা এবং যোগাযোগ ব্যবস্থা দুর্ঘম হওয়ায় মারা যাওয়া ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায় নি।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন খবর পাওয়ার সাথে সাথে আক্রান্ত এলাকাগুলোতে গত কাল শুক্রবার সকালে মেডিকেল টিম পাঠিয়েছি যেহেতু আক্রান্ত দুর্ঘম ও নের্টওয়াক বিহীন সিমান্ত এলাকা মেডিকেল টিম ফিরে আসার পর বিস্তারিত জানতে পারবো।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.