ফাইল ছবি
থানচি প্রতিনিধি
উপজেলার বডিং পাড়ায় অগ্নিকান্ডে ১৫বাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ১৪ই এপ্রিল দুপুর ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উপজেলার ৮নং ওয়ার্ড যা উপজেলা সদর হতে প্রায় ১৩ কিঃমিঃ দূরে। দুর্ঘম পাহাড়ি এলাকা হওয়াতে নের্টওয়াক সংযোগ না থাকায় খবর বিস্তারিত খবর পেতে বেগ পেতে হয়। এবং আগুনের সুত্রপাত বিষয়ে জানা যায়নী।
এই বিষয়ে বোডিং পাড়ার (লাংরই হেডম্যান পাড়া) বাসিন্দা নুংরাং (২৬) কথা হয় ভোর সকাল ৮টায় থানচি বাজারে তিনি প্রতিনিধিকে জানান, আগুনে পুড়ে যাওয়ার মধ্যে আমার বাড়ি ও আছে আমি পরিবার পরিকল্পনা বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করি পাশাপাশি সবজি চাষ করে যা পায় তা দিয়ে আমার পরিবারের শশুর শাশুরিসহ ১৪জন মানুষকে খাওয়াতে হয় এখনতো সবাই খোলা আকাশের নিচে আমার পরিবারসহ ১৫পরিবারের সকলের বাড়ি পুড়ে গেছে। জেলা পরিষদ পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে চাউলসহ নগদ অর্থ প্রদান করার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.