দেশচিন্তা নিউজ ডেস্ক:
কোতোয়ালী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের পরিচালনায় জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ, কেক কাটা ও আলোচনা সভা ১২ অক্টোবর রোজ শুক্রবার, বিকাল ৩ ঘটিকার সময় দারুলফজল মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেয়াজউদ্দিন বাজার ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম বিপ্লব, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নগর শ্রমিকলীগের সদস্য হকার্স লীগের সাবেক সভাপতি বাবু প্রদীপ কুমার, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাবেক সরকারী কমার্স কলেজ ছাত্রলীগ নেতা আবু আহমেদ, চট্টগ্রাম মহানগর ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান আবুল কালাম, সাধারণ সম্পাদক বাবু স্বপন বিশ্বাস, পরিবহন শ্রমিক নেতা আব্দুল মালেক, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কালিম শেখ, বাংলাদেশ অটো রিক্সা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছিন্নমূল নেতা রুপম মহাজন, বায়েজিদ থানা শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধ ডাঃ রফিক, সহ সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপন, সুমন, মুনির, রিক্সা মালিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তাহের, ব্যাটারী চালিত রিক্সা শ্রমিক লীগ নেতা আব্দুল মোমেন, শাহেদ মোল্লা, আবু তাহের, ইপিজেড থানা শ্রমিক লীগ নেতা রাকিব, যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।
সভায় নেতারা উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেত্রী দেশরতœ শেখ হাসিনা সরকারের প্রতীক নৌকা মার্কায় আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজ পরিবার সহ পাড়াপ্রতিবেশী সকলের ঘরে গিয়ে নৌকার উন্নয়নের কথা বলার ও ভোট নিশ্চিত করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.