চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ। গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে , বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা জনাব মোহাম্মদ ইলিয়াছ- কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ (উপাধ্যক্ষ) ও কর্মস্থলে (হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ) বদলি / পদায়ন করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.