থিয়েটার ইন্সটিটিউটে পূর্বা আয়োজিত গোলটেবিল বৈঠক অসাম্প্রদায়িকতা ও আগামীর বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়ুয়ার মুল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় মুজিব শতবর্ষ ও সংগঠনের দেড়যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সুফি ভাবাদর্শের গবেষক ও ইতিহাসবিদ ড. সেলিম জাহাঙ্গীর, চট্টগ্রাম চার্চ ডায়োসিস এর এডমিনিস্টেটর ফাদার লিওনার্ড রেবোরো, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারন সম্পাদক এস লোকজিৎ থেরো, সনাতন ধর্ম গবেষক ও চবি’র সহযোগী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল, সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বাংলা টিভির ব্যুরো চীফ চৌধুরী লোকমান, কবি খন রঞ্জন রায়, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, দৈনিক পূর্বতারা’র সম্পাদক লায়ন প্রশান্ত বড়ূয়া, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সদরুল আমিন, সম্বন্বয়ক সদরুল ইলসাম, বীর কন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য দীপিকা বড়ুয়া, সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী, ইপসার প্রকল্প ব্যবস্থাপক ফারহানা ইদ্রিস, ব্লাস্ট’র প্যানেল আইনজীবী এডভোকেট সুব্রত শীল রাজু, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, জাতীয় মহিলা সংস্থার সদস্য জাহান আরা নাজনীন, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান বেবী, প্রকৌশলী আরিফুল্লাহ হাই, প্রকৌশলী পাপন বড়ুয়া, কৃষিবিদ রফিকুল ইসলাম, অর্ক সম্পাদক অগ্রদূত দাশগুপ্ত, কলামিস্ট মাসুদ পারভেজ, পূর্বা’র দপ্তর সম্পাদক প্রীতম দাশ, সদস্য মিঠুন সেন, তূর্জয় দাশ, তুলতুল চৌধুরী। এসময় বক্তারা বলেন, যিনি প্রকৃত ধার্মিক ব্যক্তি সাম্প্রদায়িক হতে পারেন না। সাম্প্রদায়িকতা একটা মানসিক ব্যাধি আর অসাম্প্রদায়িকতা হলো মানবিক গুণ। মানুষ শ্রেষ্ঠ বলেই একটি সমাজে বসবাস করতে চাই। সেখানে বিভিন্ন ও সম্প্রদায়ের মানুষতো থাকবেই। নানা বিশ্বাস ও সম্প্রদায়ের মধ্যে সৌহাদ্য বজায় রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.