দেশচিন্তা ডেস্ক:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার লাভলেইনে নির্মাণাধীন দেয়াল ধসে মো. সালাউদ্দিন (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মো. শুক্কুর (৩২) নামের অন্য এক শ্রমিককে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ ডিসেম্বর শনিবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেয়াল ধসের ঘটনায় একজন ঘটনাস্থলে মো. সালাউদ্দিন নামে এক শ্রমিক মারা যায়। অন্য একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির জানান, লাভলেইনস্থ ‘নির্বাচন কমিশন অফিসের সামনের একটি জায়গায় দেয়াল নির্মাণের কাজ করতে গিয়ে দেয়াল ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে আনা হয়নি। অন্য একজন শ্রমিককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নাম মো. শুক্কুর (৩২)।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.