দেশচিন্তা নিউজ ডেস্ক:
সদ্য প্রয়াত একাত্তরের জননী ও সাহিত্যিক রমা চৌধুরীর ৭৯ তম জন্মদিন আগামীকাল ১৪ অক্টোবর রবিবার। এদিন ‘রমা চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর বৌদ্ধ মন্দির সড়কস্থ ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিতব্য জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপদিয়া গ্রামে জন্মগ্রহণকারী মুক্তিযোদ্ধা সাহিত্যিক একাত্তরের জননী খ্যাত রমা চৌধুরী দীর্ঘ রোগ ভোগের পর গত ৩ সেপ্টেম্বর ২০১৮ চ.মে.ক হাসপাতালে মৃত্যু বরণ করেন। কিংবদন্তিতুল্য এই মহিয়াসী নারী জীবনভর কৃচ্ছ সাধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন। রমা চৌধুরী নিজের চেষ্টায় নিজের লেখা ১৮ টি গ্রন্থ প্রকাশ ও ফেরী করে বিক্রয় করে জীবিকা নির্বাহ ও নিজের সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে দীপঙ্কর স্মৃতি অনাথালয় গড়ার প্রচেষ্টায় দিনাতিপাত করে গেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে দুই সন্তান হারানো এবং পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় নিহত সর্ব কনিষ্ঠ সন্তানের স্মরণে আমৃত্যু খালিপায়ে হেঁটেছেন। সারাজীবন সকল প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রমা চৌধুরী’র জীবন প্রবাহ এখন দেশে-বিদেশে গবেষনার বিষয়। তাঁকে নিয়ে ইতিমধ্যে অনেক ডকুমেন্টারী, গল্প, উপন্যাস, নাটক রচিত হয়েছে। রমা চৌধুরীর আত্মজৈবনিক উপন্যাস ‘একাত্তরের জননী’ মুক্তিযুদ্ধের এক মহান দলিল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.