সাতকানিয়া সংবাদদাতা:
মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাধীনতার স্বপক্ষের সামাজিক সংগঠন let's move on (এগিয়ে যাব) এর উদ্যোগে বঙ্গবন্ধু নাইট ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২০ এওচিয়া চুড়ামনিতে অনুষ্ঠিত হয়।
গত ২৫শে নভেম্বর (শুক্রবার) বিকালে উপজেলার চূড়ামনিতে এই ব্যাডমিন্টন টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি দক্ষিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং let's move on (এগিয়ে যাব) এর প্রতিষ্ঠাতা উপদেষ্টা কলিমউল্লাহ কলিম।
আরও উপস্থিত ছিলেন এওচিয়া আওয়ামীলীগ নেতা আব্দু শুক্ষুর,এওচিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ তাহের। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা খোকা তালুকদার, বোরহান,তারেক,আবির,আমান,রিদুয়ান,রিয়ান,সৌরভ,এহছান করিম সেচ্চাসেবকলীগ নেতা শাহজান,রিদু,সহ জেলা উপজেলা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.