থানচি (বান্দরবান) সংবাদদাতা : উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেশনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় থানচি উপজেলায় নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯ডিসেম্বর বুধবার সকাল সাড়ে নয়টায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল উসমানী। সংবাদদাতা
এতে বিশেষ অতিথি উপজেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওয়াহিদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ,মহিলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা।
সংবর্ধনা অনুষ্ঠানে নুচিং প্রু মারমাকে (অর্থনৈতিক স্বাবলম্বী) ও অনতিমা ত্রিপুরাকে (সমাজ উন্নয়নে) অবধান রাখায় সংবর্ধনা এবং ক্রেষ্ট প্রধান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.