শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জেলা পরিষদের সদস্য ও লেখিকা শাহিদা আকতার জাহানের লেখা ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শহীদুল ইসলাম ও সজল চৌধুরীর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যন আবদুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ বইটি একটি মাইলফলক। বইটি এক সময় কালের সাক্ষী হয়ে থাকবে এবং বইয়ে অপ্রতিরোধ্য নেত্রীর সাথে বাস্তবের নেত্রীর উন্নয়নের মহোৎসবের নানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা আরও বলেন, কোনো অশুভ শক্তি বাংলাকে দাবায়ে রাখতে পারবে না, অতীতেও পারেনি আর ভবিষ্যতেও পারবে না এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়ার নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ, জেলা পরিষদের সদস্য জাফর আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, প্রফেসর ড জিনু বদি ভিক্ষুক, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ই ইউ এম ইন্তেখাব চৌধুরী, কর্ণফুলী উপজেলার শিক্ষা অফিসার মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খন্ডকালীন শিক্ষক শৈবাল চৌধুরী, ড. মাসুম চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য দিলুয়ার ইউসুফ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ওয়ান ব্যাংক এর এ ভি পি মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দীন, মনিরুল মনির, উত্তর জেলা আওয়ালীগের সাবেক শিক্ষা সম্পাদক বেদারুল আলম বেদার, মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলুয়ারা কায়েশ, ববিতা বড়ুয়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য রাধা রানী চৌধুরী, জান্নাতুল ফেরদৌস, আবদুল্লা আল নোমান বেগ, খায়ের আহমদ, রফিকুল ইসলাম, ভেট্টা, আব্দুল আহাদ, তালেব, আলমগীর, শাহেদ হোসেন, জসীম, আওয়াল, আরফাত, রুবেল, ওয়াসিম প্রমুখ।
বইটি প্রকাশ করেছে নগরীর স্বনামধন্য প্রকাশনা ‘চন্দ্রবিন্দু’। উল্লেখ্য, গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সাফল্য ও সংগ্রামের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতা ও দক্ষতার অনুকরণীয় দিকগুলো উঠে এসেছে। তাঁর জীবনের জানা-অজানা নানা তথ্য, ঘটনাবলী ও কিংবদন্তি নেত্রীর নানা দিক তুলে ধরা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.