বান্দরবান প্রতিনিধি :
বাংলাদেশ মানবাধিকার কমিশন থানচি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩০নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলাধীন সিং গেষ্টে হাউসে অনুষ্টিত কমিটি গটন সভায় অনুষ্টিত সাবেক কমিটিতে পুনরায় সভাপতি হিসাবে সকলের সম্মতিক্রমে মনোনিত হয়েছেন মংবোয়াচিং মারমা(অনুপম),সাধারণ সম্পাদক লেখক উমং সিং মারমা।
এসময় সভাপতি বক্তব্য দানকালে উপস্থিত সকলের প্রতি বলেন যারা নিজের জীবনকে বাজি রেখে তুচ্ছ করে অদম্য শক্তিতে এগিয়ে চলে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাড়ান অন্যায় অবিচার নির্যাতিত নিপিড়িত মানুষের পাশে দাড়ান ,শান্তির পক্ষে আওয়াজ তোলেন তারাই মানবাধিকার কর্মী।
পরিশেষে সকলের প্রানবন্ত উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এবং চুড়ান্ত সিদ্ধ্যান্ত মোতাবেক বাংলাদেশ মানবাধিকার কমিশনের থানচি উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হন মংবোয়াংচিং মারমা (অনুপম),সহ সভাপতি গোপা চাকমা,সাধারণ সম্পদাক লেখক উমংসিং মারমা,সহ সাধারণ সম্পাদক হিমং প্রু মারমা,কোষাধক্ষ র্যাম্বু ত্রিপুরা,প্রচার ও প্রকাশনা সম্পাদক চিংথোয়াই অং মারমা,সাংঘঠনিক সম্পাদক রেংহাই ,দপ্তর সম্পাদক মোঃশহিদুল
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.