বান্দরবান সংবাদদাতা: নোভেল করোনা ভাইরাস(২০১৯) প্রতিরোধে জনসাধারনকে সচেতন করার জন্য সরকার ও সরকারের সহযোগী সংস্থা পুলিশ,বিজিবি,সেনাবাহিনী,বিভিন্ন এনজিও সংস্থা,সাংবাদিক ও মানবাধিকার কর্মীগন দিনরাত সচেতন করার পরে ও নিজেদের সচেতনতার কোন লক্ষন দেখা যাচ্ছেনা। যেখানে সেখানে মাস্ক ছাড়া ঘুরাঘুরি করতে দেখা যায় আর তা লক্ষ করা যাচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের মাজে আবার অনেকে পকেটে মাস্ক রেখে মুখে মাস্ক না দিয়ে হাটে বাজারে রাস্তায় দিব্বি ঘুরে বেড়াচ্ছে এর কারনে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে পারে বলে অভিমত অনেকের।
কয়েকদিন ধরে সারাদেশে করোনা পরিস্থিতি প্রবণতা দেখা যাচ্ছে।
সরজমিনে দেখা যায় বান্দরবান কেরানীহাট সড়ক লোকাল বাসগুলোর প্রায় যাত্রীদের মুখে মাস্ক নাই যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক দিতে দেখা যায় বাস হেলপারদের কিন্তু তা রেইচা চেকপোষ্ট পার হলে মুখ থেকে মাস্ক নিয়ে পকেটে ভরে রাখে ।
জেলার সর্বশেষ উপজেলা থানচিতে ও এমন লক্ষ করা যায় সপ্তাহে দুইদিন হাটের দিনে বাজারে আসা ক্রেতা বিক্রেতা উভয়ের মাস্ক বিষয়ে এবং ভ্রমনপিপাসুরা দেশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসে এই সুন্দরের লিলাভুমি নামে খ্যাত থানচিতে তারা বিভিন্ন স্পট এমন পরিস্থিতিতে সুন্দরের লিলাভুমি পর্যটন উপজেলা বান্দরবান থানচিতে করোনা প্রতিরোধে মাস্ক ব্যাবহারে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার একমাত্র বিপনী বিতান রিড ট্রেড সেন্টার নিচ তলা ও থানচি বাজার পর্যটন তথ্যসেবা কেন্দ্র সংলগ্ন ভাসমান দোখানগুলোতে গ্রাহক কিংবা ব্যবসায়ী এবং বেড়াতে আসা পর্যটকদের দু একজন ব্যাতিত কারো মুখে মাস্ক নাই।
অন্যদিকে বান্দরবান থানচি সড়কে চলাচলকারি যানবাহনের যাত্রীগন শুদু সেনাবাহিনীর চেকপোষ্ট আসলে মুখে মাস্ক লাগায় চেক পোষ্ট পার হলে আবার মুখ থেকে মাস্ক নিয়ে পকেটে রেখে দে পাশে দাড়িয়ে থাকা আলিকদম থানচি ভাড়ায় চলাচলকারি মটরসাইকেল,মাহিন্দ্রা ইত্যাদি সহকারে দাড়িয়ে থাকা এমনকি বিক্রেতাদের মুখে ও তাই প্রশ্ন করা হলে আপনাদের মুখে মাস্ক নাই কেন জবাবে আছে মাস্ক পকেটে,পকেটে কি মাস্ক রাখার জন্য সেখানে কেন টাকা থাকার কথা এমন কথায় তারা পকেট থেকে মুখে মাস্ক লাগিয়ে নে।
এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ার থেকে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে জানান করোনার দ্বিতীয় দ্বাপে যাতে মহামারী ছড়াতে না পারে তার জন্য আইনশৃঙ্খলাবাহিনী জনসাধারণকে সচেতন করে যাচ্ছে। এই বিষয়ে সচেতন মহল মনে করে অচেতন জনাসাধারণকে সচেতন করতে ভ্রাম্যমান আদালত মাধ্যমে জরিমানা করলে সচেতনাতা বৃদ্ধি পাবে বলে মত দিয়েছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.