থানচি (বান্দরবান) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জর্ন্মশত বার্ষিকী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০বছর এবং পোপ ফ্রান্সিস কতৃক ঘোষিত প্রকৃতি পরিবেশঃ লাউদাতো সি বর্ষের উপলক্ষে কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের আওতায় উপজেলার শান্তিরাজ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে চারা বিতরণ করা হয়।
৪ই নভেম্বর বুধবার ১২টার সময় বিদ্যালয়ের ও শান্তিরাজ ৫০জন ছাত্র/ছাত্রীদের নিকট ফলজ ও বনজ চারা বিতরণ করা এতে চারা বিতরণ অনুষ্টানে এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা হাদিঁচন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। এতে বিশেষ অতিথি প্রধান শিক্ষক সিস্টার লিনা চিচাম,সিনিয়র মাঠ সহায়ক মিঃস্বপন চাকমা,মাঠ সহায়ক মিঃগুংগা চন্দ্র ত্রিপুরাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এসময় কারিতাস এগ্রো ইকোলজির উপকারভোগী দুইশত জনের নিকট চারশত টি ফলজ চারা বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.