নগর শ্রমিক লীগের জেলহত্যা দিবসের আলোচনা সভায় ড. অনুপম সেন
দেশচিন্তা ডেস্ক:
বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে জাতীয় চারনেতা বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছিলেন
আজ ০৩ নভেম্বর ২০২০ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় চারনেতা জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডীর সদস্য, প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সর্বজন শ্রদ্ধেয়, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন প্রদত্ত ভাষণে উপরোক্ত মন্তব্য করে তিনি বলেন, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে ১৫ আগস্ট রাতের অন্ধকারে রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং ৩রা নভেম্বর রাতের অন্ধকারে অসভ্য বর্বর জাতিগোষ্ঠির ন্যায় জেলখানায় অসহায় বন্দী অবস্থায় জাতীয় চারনেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। যাহা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীদেরকে যোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। কোন বিশৃঙ্খলা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি ইত্যাদি অপকর্ম পরিহার করে বাংলার মেহনতী মানুষ শ্রমিক জনতার বিশেষ করে জাতীয় চারনেতার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পৌর জহুর হকার মার্কেট দর্জি শ্রমিক লীগের সভাপতি কাঞ্চন দাশ, সাধারণ সম্পাদক মো. হারুন, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আকতার হোসেন, তাপস দাশ, কনক মজুমদার, লবণ শ্রমিক লীগের সহ-সভাপতি আবদুল মালেক মাঝি, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় পরিষদের সভাপতি আবু আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার বড়–য়া, আপ্যায়ন সম্পাদক বজল আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, যুগ্ম সম্পাদক মো. নুরুল আমিন, পৌর জহুর হকার মার্কেটের দোকান কর্মচারি ইউনিয়নের সহ-সভাপতি আশীষ চৌধুরী, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. মোতালেব, পাহাড়তলী শিল্পাঞ্চলের সহ-সভাপতি ইউসুফ মোলøা, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি রূপন মহাজন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্ত্তী, বায়েজিদ থানা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. সেলিম, সহ-সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রিপন, কোতোয়ালী থানা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা তাহেরা বেগম, বাকলিয়া থানা শ্রমিক লীগের সভাপতি ডা. রাসেল দাশ, মো. আবদুস সালাম, নগর শ্রমিক লীগের নেতা মো. মোশাররফ হোসেন রুনু, মিঠুন দাশ, মো. সোহেল প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.