আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ৫ম দিবসে বক্তারা বলেন
নিজস্ব প্রতিবেদক: নবীজীর প্রতি ভালবাসা মুমিনের সম্বল, মুমিনের সবচেয়ে বড় দৌলত ঈমান। এই মহা দৌলতের স্বাদ যার নসীব হয়, সমস্ত দুঃখ কষ্ট তাঁর কাছে তুচ্ছ মনে হয়। মহব্বতের কারণে সকল তিক্ত মিষ্টে পরিণত হয়। আর এই স্বাদ তিনিই পান, যাঁর নিকট আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসা সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকে। হৃদয়ে যখন ঈমানের মিষ্টতা সঞ্চারিত হয়, তখন ইবাদতে অঙ্গপ্রত্যঙ্গ উদ্যমী হয়ে ওঠে। নবীজিকে ভাল না বাসলে সে কখনো মুমিন হতে পারবে না।
শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ৫ম দিনের অনুষ্ঠানে আলোচকবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। ২ নভেম্বর ২০২০ সোমবার চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে সরকারি স্বাস্থ্যবিধি মেনে দিনের প্রথম অধিবেশন আরম্ভ হয় বাদে আছর থেকে। প্রথম অধিবেশনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র মুহাম্মদ খালেদ খিজির। ছদরে মাহফিল ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী। ওয়ায়েজিন হিসেবে পুঠিবিলা হামেদিয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ছানুবী ইনফাক্ব ফি সবিলিল্লাহ’র গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা করেন। বাদ মাগরিবের দ্বিতীয় অধিবেশনে মহানবি (স.) এর জন্ম ও নবুয়ত নিয়ে বিশদভাবে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল হক নিজামী। এর আগে কোরআন তেলাওয়াত করেন গৌড়স্থান দাখিল মাদরাসার শিক্ষক হাফেজ মওলানা জাহেদুল হক। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মতোওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ মাছের শামস প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.