আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ৪র্থ দিবসে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: পিতা-মাতার প্রতি সন্তানদের অধিকারের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা। ভালোবাসা, পরিচর্যা করা, কোনো কিছু প্রদান করা বা অর্থ দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা আবশ্যক। এক্ষেত্রে একজনকে অন্যজনের ওপর প্রাধান্য দেয়া যাবে না। হাদিস শরিফে এসেছে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের সন্তানদেরকে কিছু দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা কর।’ এ ছাড়া হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘পিতার প্রতি সন্তানদের অধিকার হলো তার সুন্দর নাম রাখা, তাকে কিতাব তথা আল কোরআন শিক্ষা দেয়া এবং যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিয়ে করানো।’ তাই সব পিতা-মাতার উচিত প্রত্যেক সন্তানের অধিকার প্রদান করে নিজে সুখে থাকা এবং সন্তানদেরকে সুখে রাখা। আর ইসলাম ধর্মই প্রত্যেক মানুষের অধিকার বিস্তারিতভাবে আলোকপাত করেছে। আল্লাহ যেন সবাইকে তাওফিক দান করেন। শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিল ১লা নভেম্বর ২০২০ রবিবার বাদে আসর হতে চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে মসজিদে বায়তুল্লাহ স্বাস্থ্যবিধি মেনে ৪র্থ দিবসে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠিত ৪র্থ দিনের বাদে আছরের অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন লোহাগাড়া ঠাকুরদিঘী হেমায়েতুল ইসলাম মাদরাসার পরিচালক আলহাজ মাওলানা সরওয়ার কামাল আজিজী। কোরআন থেকে তেলাওয়াত করেন লোহাগাড়া চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র আলদুল্লাহ আল মাহী। পিতামাতা ও সন্তান-সন্ততির পারস্পরিক অধিকার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা করেন লোহাগাড়াস্থ আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ তাওহীদুল ইসলাম। বিশেষ ওয়ায়েজী হিসেবে আলোচনা করেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা আবদুল হক। এ সময় উপস্থিত ছিলেন রায়হানুল হক শাকিল, আবু হুরায়ার মুহাম্মদ শাকিল। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মতোওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মিঞা মুহাম্মদ গোলাম কবির, মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.