মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা সংলগ্ন পদ্মায় রাতভর সাড়াশি অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে ৪৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ জাল জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত শিবচর সংলগ্ন পদ্মা নদীসহ মুন্সীগঞ্জ, শরীয়তপুর অংশের নদীতে এ অভিযান চালায় জেলা প্রশাসন।
জানা যায়, রাতভর চলা এ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার। মা ইলিশ রক্ষায় তিনটি ভাগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পদ্মায় অভিযান পরিচালিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘মা ইলিশ রক্ষায় শিবচরসংলগ্ন পদ্মা নদীতে সাড়াশি অভিযান চালানো হয়। আমাদের অনুরোধে এ দিন বিমান বাহিনীর হেলিকপ্টারও অংশ নেয়। সাড়াশি অভিযানের কারণে নদীতে মাছ শিকারীদের সংখ্যা কমে এসেছে। অভিযান তিনটি ভাগে প্রতিদিন অব্যাহত থাকবে।’
অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানজিদা ইয়াসমিন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সহকারী কমিশনার এম রাকিবুল হাসান, ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের একাধিক দল।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.