প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ৯:৪৮ পূর্বাহ্ণ
আখাউড়া থেকে অপহৃত শিশু নোয়াখালী থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম থেকে অপহরণের ৩ দিন পর অপহৃত শিশু শিফাতকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর সুধারামপুর থানার সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ।বুধবার ১৮মাস বয়সি শিফাত মোল্লাকে উদ্ধারের পর আখাউড়ায় আনা হয়েছে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ আলম জানান, অপহরনকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় জড়িত মূল অপহরণকারী ফারুকসহ তার এক সহযোগীকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক আদালতের মাধ্যমে উদ্ধারকৃত শিশু শিফাতকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উল্লেখ্য গত রবিবার ফারুক নামের এক মাদকাসক্ত ও তার স্ত্রী পৌরশহরের দেবগ্রাম শিববাড়ি সংলগ্ন এলাকা থেকে ১৮মাস বয়সি ওই শিশুকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এই এলাকায় ভাড়া বাসায় থাকেন শিফাতের পরিবার। তার বাবা শিপন মোল্লা পেশায় একজন রাজমিস্ত্রী, মা লাকী বেগম গৃহিনী। তাদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন মোঃ ফারুক ও তার স্ত্রী রুপা বেগম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.