প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ৯:৩৪ পূর্বাহ্ণ
নেত্রকোণার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয় লোকজন ও জেলা প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ রয়েছে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, যাত্রীবাহী একটি ট্রলার সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.