দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, আতাউর রহমান খান কায়সার একজন অকুতভয় নিবেদিত প্রাণ, প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। বঙ্গবন্ধু দেশ ও জনগনের স্বার্থে ৭১ এর নির্বাচনে কিছু বাস্তব সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের ফলে কিছু প্রথিতযশা পরিবারের সন্তানরা আওয়ামী লীগের রাজনীতিতে এসেছিল, তারা বিশ্বস্ত থেকে দলের জন্য অশেষ অবদান রেখেছেন, সফল হয়েছেন, আওয়ামী রাজনীতিকে পরিপূর্ণতা এনেছেন। জনমনে তারা অমর হয়ে রয়েছেন। আতাউর রহমান খান কায়সার তাদেরই একজন। কলেজ জীবনে মরহুমের স্মৃতি চারণ করে তিনি বলেন কায়সার ভাই একজন ক্রীড়াবিদ, একজন সংস্কৃতি সেবক ও কবি ছিলেন। চট্টগ্রামে সাহিত্য সংস্কৃতি অঙ্গনে তার প্রশংসনীয় বিচরণ ছিল। তার যোগ্যতার কারনে আজকের জননন্দিত প্রধানমন্ত্রী তাকে উপযুক্ত সম্মান দিয়েছেন।
আজ ৯ অক্টোবর বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বাসভবন প্রাঙ্গণে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, তিনি উদার মনের অধিকারী ছিলেন, বিভিন্ন বিষয়ে তার পান্ডিত্য আমাদের মোহিত করত। রাজনীতিতে সাধারণ নেতা-কর্মীদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। অনিয়ম, বিভেদ সৃষ্টি করার মতো রাজনীতি তিনি কখনো করেননি। সড়ক দূর্ঘটনার কারনে জীবন প্রদীপ নিভে না গেলে রাজনীতিতে তিনি আরো কিছু দিতে পারতেন।
মরহুমের কন্যা ওয়াসিকা আয়েশা খান এম.পি বলেন, রাজনীতি সবাইকে নিয়ে করতে হয়। রাজনীতিবিদদের দেশপ্রেম না থাকলে, সাধারণ মানুষের প্রতি দরদ না থাকলে, লোভ পরিহার করতে না পারলে রাজনীতি হয়না। আমার পিতা সেই শিক্ষা আমাকে দিয়ে গেছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছালাম, সাবিহা মুছা এম.পি, ওয়াসিকা আয়েশা খান এম.পি, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বন সম্পাদক এড: মুজিবুল হক, মহিলা বিষয়ক সম্পাদক এড: কামরুন নাহার, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য চেয়ারম্যান ওমর ফারুক, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, মাহবুবুর রহমান শিবলী, শাহিদা আক্তার জাহান, আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ দে, এস এম ছালেহ, মাহফুজুল হক চৌধুরী, এরশাদুল হক ভুট্টো, ডা: নাছির উদ্দিন মাহমুদ, এম এন ইসলাম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য কামরুদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, প্রচার আবু বকর জীবন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.