প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ১২:২৪ অপরাহ্ণ
বগুড়ায় ট্রাক উল্টে হেলপার নিহত
![]()

নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে মামুন (২২) নামে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মামুন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম কিশোরীডাঙ্গা এলাকার মৃত রহিম মিয়র ছেলে।পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বাঁশবোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো-ঢ-৮১-১৫৪৩) ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি সকাল ৯টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে নিশ্চিন্তপুর এলাকার বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের হেলপার মামুনের মৃত্যু হয়ন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সকাল ১১টার দিকে ট্রাকটির সামনের অংশ কেটে মামুনের মরদেহ উদ্ধার করে। পরে তারা ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, কোনো সংঘর্ষ ছাড়াই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় ট্রাকটির হেলপার নিহত হয়েছেন এবং চালক পালিয়ে গেছেন। হেলপারের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.