শনিবার (২৯ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এ কথা জানান।
তিনি বলেন, পরিবহনগুলোকে কয়েকটি শর্ত মেনে চলাচল করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বা দাঁড়ানো যাত্রী বহন করা যাবে না।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়ায় ফিরতে গণপরিবহন মালিকরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার রাতে (২৬ আগস্ট) পরিবহন মালিকদের এক জরুরি বৈঠকে এমন আলোচনা হয়।
গত ৩১ মে সরকার আন্তঃজেলা বাস পরিষেবাসহ সক বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মোট আসনের অর্ধেক যাত্রীকে নিয়ে যানবাহন চলাচলের শর্ত হিসেবে বাস ভাড়া বাড়ানো হয়। কিন্তু সেসময় যানবাহনে অর্ধেক আসন ফাঁকা না রাখায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা মুখে পড়ে গণপরিবহন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.