কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরের ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাহমুদুল হাসান চৌধুরী (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মাহমুদুল হাসান চৌধুরী গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নানিয়াপাড়া গ্রামের হাজী আবদুল মালেক চৌধুরীর ছেলে। তিনি দিনাজপুরে ফুলপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পে সহকারী প্রোগ্রামার ছিলেন।
আহতরা হলেন- ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টারের বাসিন্দা আবুল খায়ের নিজামীর ছেলে তানভির খায়ের (৩০), ঢাকার মতিঝিল এলাকার আমিনুল হকের ছেলে শামসুল হক (৩৬) ও কুমিল্লার মমিনুল হকের ছেলে ফকরুল ইসলাম (২৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আহত নৌকার মাঝি কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাওনিয়া গ্রামের মুসলিম খাঁর ছেলে আবুল কালামকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ১৪/১৫ জনের সমবয়সী বন্ধুরা একসঙ্গে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের দৃষ্টিনন্দন ওলওয়েদার সড়কে ঘুরতে যান।
সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের কাছে পানির ওপর হেলে থাকা পল্লী বিদ্যুতের একটি তারের স্পর্শে পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এ ঘটনায় পাঁচজন আহত হন। এদের মধ্যে মাহমুদুল হাসান চৌধুরী কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে রাত সাড়ে ১০টার দিকে মারা যান। এর আগে এক-ইকায়দায় জেলার বাজিতপুর হাওর পর্যটন এলাকায় চলতি মাসের প্রথম সপ্তাহে অপর এক পর্যটক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: imranctgnews@gmail.com
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.